নিজস্ব প্রতিবেদক
২৬( অক্টোবর দুপুরে বান্দরবান উন্নত মানের এক গিরিরাজ রিসোর্ট উদ্ধোধন হয়েছে!
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রফেসর ওসমানও সকল জেলা সাংবাদিকবৃন্দগণ!
শুরুতে গিরিরাজ রিসোর্ট উদ্ধোধনী প্রেসক্লাবে সকল সদস্যদের সাথে আজকের আয়োজনে গিরিরাজ রিসোর্ট উদ্ধোধনে প্রীতিভোজ আয়োজন হয়েছে!
শেষে রিসোর্ট মালিক সেলিম রেজা তিনি বলেন দীর্ঘ দিন থেকে আমি চেষ্টায় করছি! বান্দরবান শহর আশে পাশে এরিকম একটা সুন্দর মানের রিসোর্টও পার্ক করার আসায় আজকের নিজেই চেষ্টায় যতটুকু করতে পারছি নিজেকে ধন্য! আপনারা সবাই দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠানটি সুন্দর, সুস্থ ভাবেই চালায়তে পারিও আপনাদেরকে সেবা করতে পারি! সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি সমাপ্ত করেন!