নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে কালাঘাটা বিএনপির অফিস ভাংচুর অপরাধীদের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে!
বান্দরবান সদর পৌরসভার ৩নং ওয়ার্ড কালাঘাটা বিএনপি অফিস ভাংচুর এবং অগ্নিসংযোগকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে পৌর বিএনপির একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে!
এসময়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা আবদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা,উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জামান, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব শফিউল্লাহ শফি।
সূত্র জানাযায়, গত ৭ (এপ্রিল) মঙ্গলবার রাত ১২ টায় সময় কালাঘাটা বান্দরবান সদর ৩নং পৌরসভার বিএনপির অফিস সন্ত্রাসী লোকজনরা অফিস ভাংচুর ও আগুন দেয় বলে স্থানীয় গণ্যমান্যদের কাছ থেকে তথ্যটি পাওয়া গেছে!
এদিকে ঘটনার কেন্দ্র করে ৯( এপ্রিল) বুধবার সকাল ১০টায় সময় শহীদ মুক্তার মঞ্চ সামনে জেলার বিএনপির সকল সদস্যবৃন্দদের উপস্থিতিতে অপরাধীদেরকে গ্রেফতার দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ হয়!