বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় দিয়ে মহান মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি দিবস পালিত বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ নিজস্ব প্রতিবেদক “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা নিজেদের বুকের রক্ত ঢেলে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। সালাম, রফিক, বরকত, জব্বারসহ সকল ভাষা শহীদের আত্মত্যাগ আমাদের জাতীয় গৌরবের প্রতীক। বাংলা ভাষার জন্য তাঁদের এই আত্মত্যাগ শুধু আমাদেরই নয়, বরং পুরো বিশ্বের জন্য এক বিরল ইতিহাস। ইউনেস্কো ১৯৯৯ সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা আজ বিশ্বব্যাপী ভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়। একুশের চেতনাকে বুকে ধারণ করে সব মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হই, বাংলা ভাষাকে ভালোবাসি, এবং সঠিকভাবে চর্চা করি। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করি। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে মহান শহীদদের আত্বত্যাগে তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আজ অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান (অধ্যাপক) থানজাম লুসাই, বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের সম্মানে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। দিবস উপলক্ষে শহীদ মিনার এ ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন! আরও এসময় সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন! ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস, বান্দরবান কর্তৃক বান্দরবান পার্বত্য জেলা শহর ও পৌর এলাকার বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে পোস্টার সাঁটানো হয়। এদিকে বান্দরবান জেলা বিএনপি দল ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে দেখাগেছে বান্দরবান জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। SHARES আন্তর্জাতিক বিষয়: