নিজস্ব প্রতিবেদ্ক
রবিবার (৯ মার্চ) বেলায় ১২টায় দিক দিকে বান্দরবানে সংযুক্ত চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ আর্থিক জরিমানা করেছেন বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যানাল জেবুন্নাহার আয়শা আসামীরা অভিযোগে অভিযুক্তদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে এক লক্ষ টাকা জরিমানা ও ৬মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত!
এতে বলা হয়, দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা সবাই দলবদ্ধ ভাবে এক নারীকে জোর পূর্বক ধর্ষণ করেছে!
আসামীরা হলেন ১.মোঃ রাশেদ ২.মোহাম্মদ কায়সার ৩.মোঃ ওমর ফারুক ৪.মোহাম্মদ হানিফ! এছাড়া ও মোট চারজন আসামীদের মধ্যে মোঃ কায়সার বাদে তিনজন আসামীরা পলাতক!
সূত্র জানা যায় যে,গত ০৪/০১/২০২১ ইং সালে মামলার ভিকটিমকে বান্দরবান সুয়ালক ইউপি ০৮ নং ওয়ার্ড, লুমছড়া উত্তর পার্শ্বে মেনপং ম্রো এর বাগান খামারের জোর পূর্বক দলবদ্ধতা ভাবে আসামীরা ইচ্ছেকৃত ভাবে ধর্ষণ অপরাধে সংশ্লিষ্টতা ও অর্থায়নের দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড,জরিমানা এক লক্ষ টাকার অনাদায়ের ৬মাস সশ্রম কারাদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২ নং আসামী বান্দরবান জেলা কারাগারের আটক আছেন ১নং ৩ ও ৪নং আসামীরা পলাতক আছেন বলে জানা যায়!
এদিকে নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যানাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ ইসমাইল তিনি বলেন এই মামলার সঠিক ন্যায় বিচারের ও স্বাক্ষীদের সত্য প্রমাণ হওয়ায় নারী ধর্ষণ অপরাধে চারজন আসামীকে এক লক্ষ টাকার জরিমানা ও অনাদায়ের ৬ মাস সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যান আদালত!
এছাড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যানাল বেঞ্চ সহকারী মোঃ মাঈনুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন!