নিজস্ব প্রতিবেদক
দেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত আজ সোমবার (৩১ মার্চ)। এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মুঘল আমলের মতো এবার রাজধানী ঢাকা শহরসহ সারাদেশে ঈদের নামাজের পর আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হয়!
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা আজ তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন!
ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের করা সম্পন্ন হয়েছে!
জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ পরিদর্শনকালে বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক অতিরিক্ত জেলা এ এস এম মনজুরুল হক বলেন, বান্দরবানে কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। প্রথম ও প্রধান জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে!
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ বান্দরবান কেন্দ্রীয় মসজিদের ইমাম আলাউ উদ্দিন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন কালেক্টর জামে মসজিদ জমিয়াতুল বদরুল হক ইমাম। এখানে ঈদের জামাতে স্থানীয়দের পাশাপাশি নগরের বান্দরবান বিভিন্ন মুসলিমরা ঈদের নামাজ অংশ গ্রহণ করেন! এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এখানে ঈদের নামাজ পড়তে আসেন।
বান্দরবান পৌর তত্ত্বাবধানে সদর ও ইউনিয়নে আরও অনেক মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এগুলো হলো- সদর ও ইউনিয় এলাকার মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়!
এ ছাড়া মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান, আর সামিয়ানা থাকবে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য থাকছেন সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা।
বান্দরবান পৌরসভার সূত্র জানায়, ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থাও যথেষ্ট রয়েছে!
এদিকে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যপক থানজামা লুসাই তিনি বলেন, অন্তবর্তী সরকার কে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কারণ সরকার পতনের পর আবারও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরণের ধর্মীয় অনুষ্ঠানের সুন্দর ও সুস্থ শান্তিতে পালন করার সুযোগ দেবার জন্য, তাছাড়া আজকের দিনটি বিশেষ একটির পবিত্র ঈদের দিন সারাদেশে মুসলিম পরিবার জন্য খুব গুরুত্বপূর্ণ দিন বান্দরবান পৌর এলাকার সবার জন্য আর্শীবাদ ও দোয়া রইল!