বান্দরবানে প্রান্তিকলেক চট্টগ্রাম নাগরিক পরিষদের মিলনমেলা বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ নিজস্ব প্রতিবেদক বান্দরবানে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ ও তার সহযোগী সংগঠণের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে! বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় বান্দরবান প্রান্তিকলেক পর্যটন এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি) মিলনমেলায় ও প্রীতির ভোজ আয়োজনে সুয়ালক ইউনিয়ন সভাপতি কাজী মুহাম্মদ আজিজ উদ্দিনের সভাপতিত্বে নানান অনুষ্ঠান মধ্য দিয়ে দিনব্যাপি অনুষ্ঠানটি শুরু হয়। মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পিসিএনপির সেক্রেটারি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন,পিসিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোহাম্মদ রুহুল আমিন, মাও. আব্দুর শুক্কুর, কামরুল ইসলাম, শামসুল হক শামু, আব্দুল হক,মহিলা পরিষদের বান্দরবান জেলা সভানেত্রী রাহিমা বেগম,যুব পরিষদ নেতা মোঃ ইব্রাহিম ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল। এছাড়াও পিসিএনপি ও এর সকল সহযোগি সংগঠণের বিভিন্ন নেতাকর্মীগণ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মিলনমেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে রাঙ্গামাটির জনপ্রিয় শিল্পি ঝিনুকা চাকমা ও বান্দরবানের স্থানীয় শিল্পিগোষ্ঠী কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ এক আনন্দ দিয়ে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়! SHARES নাগরিক সংবাদ বিষয়: