বান্দরবানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর উপহার বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫ মোঃ তুহিন হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বান্দরবান জেলার ভাতাভুক্ত ৫১২ জন অমুসলিম হিল ভিডিপি সদস্যদের মাঝে বৈসাবি উপহার বিতরণ করা হয়েছে। আজ (১৩ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান সার্কেল অ্যাডজুট্যান্ট আনসার ও ভিডিপি মো: আবিদুল হাসান শিমুলের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বান্দরবান আনসার ব্যাটালিয়ন দেওয়ান মাতলুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মো: আনোয়ার হোসেন সরকার,এ সভায় সভাপতিত্ব করেন জেলা কমান্ডার মো: মোতালিব হোসেন। আরো উপস্থিত ছিলেন আনসার কর্মকর্তা ও ভিডিপি সদস্য। প্রধান অতিথি বলেন,প্রথমবারের মতো মহাপরিচালকের পক্ষ থেকে দেয়া নববর্ষ ও বৈসাবি উপহার তৃণমূল পর্যায়ে বাহিনীর সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা আশা করি প্রত্যেকটা উৎসবে এরকম সহায়তা দিয়ে যাব। উল্লেখ্য যে, বান্দরবান জেলার ৭টি উপজেলায় ৩৭ টি আর্মি ক্যাম্প ৮ টি বিজিবি ক্যাম্প এবং ১০ টি পুলিশ ক্যাম্পে মোট ৯২৭ জন ভিডিপি সদস্য পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে ভাবে অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যাচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: