বান্দরবানে নানান দিয়ে বাংলা নববর্ষ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫ নিজস্ব প্রতিবেদক উৎসবের আবহে আনন্দ শোভাযাত্রা! আজ ১৪ এপ্রিল সোমবার সকালে বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে বান্দরবান স্কুল, কলেজ ও ভার্সিটির শিক্ষার্থী চারুকলা অনুষদ। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর। এবার এই ঐতিহ্যবাহী শোভাযাত্রাটি আয়োজিত হয়েছে নতুন নামে। আগে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে এই শোভাযাত্রা হলেও এবার এটিকে বলা হচ্ছে ‘বর্ষবরণ আনন্দ শুভ নববর্ষ শোভাযাত্রা’। নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনারও জন্ম দিয়েছে। তবে, নাম পরিবর্তন কিংবা সমালোচনার কারণে ভাটা পরেনি এই শোভাযাত্রার আমেজে। আজ রবিবার সকাল ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয় হইতে সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবান চারুকলা প্রাঙ্গণ শুরু হওয়া এই বর্ণাঢ্য ও ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ দিন আনন্দঘন শোভাযাত্রায় জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনিসহ পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যপক থানজামা লুসাই, বান্দরবান শহরের সরকারি -বেসরকারি নানান স্কুল ও কলেজে শিক্ষক – শিক্ষিকা,শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় এর হইতে বান্দরবান প্রধান সড়ক গুলোতে নৃ-ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউট,চত্বর ঘুরে বাংলা চারুকলা অনুষদে ফিরে শেষ হবে। এবারের শোভাযাত্রার মোটিফগুলোর মধ্যে ছিল অন্যতম হচ্ছে শান্তির প্রতীক কবুতর এবং ‘ প্রতিকৃতি’—যেখানে ফুটে উঠেছে সম্প্রীতির বান্দরবান ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ, বিযু উৎসব ও সাংগ্রাইংপোয়ে উৎসব অনুষ্ঠান! জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয় ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় অংশ নিয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী- বাঙালি, চাকমা, মারমা,বম,ত্রিপুরা,তঞ্চঙ্গ্যা খুমি, খিয়াং, লুসাই, ও পাংখুয়া অংশ নিয়েছে! এদিকে বান্দরবান জেলার রাজনৈতিক দল বিএনপির অংশ গ্রহণ করেছেন! এসময় জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি তিনি বলেন আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখী নতুন নববর্ষের দিন সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানান! আরও এসময়ে বাংলাদেশ সেনা ও পুলিশ সকল আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দিয়ে নববর্ষ উদযাপন করা হয়! পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে ও বান্দরবান জেলার নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট কে এস আইতে সাংস্কৃতিক ও চারুকলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে! SHARES সারা বাংলা বিষয়: