মোঃ তুহিন হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি!
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান পৌরশাখার ০৭ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) বিকালে আর্মি পাড়ায় পৌরশাখার ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মাবুদ,জেলা মৎস্যজীবী সভাপতি আবুল হাশেম,সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, শ্রমিক দলের সহ-সভাপতি মো: আজম,জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মাহফিলে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আজকে আমরা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।
বক্তারা আরো বলেন,অন্তর্বর্তী কালীন সরকারকে সময় ক্ষেপন না করার অনুরোধ জানিয়ে বলেন, গত ৫ই আগস্ট গনঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, ক্ষমতাসীন সকলের জন্য শিক্ষানীয় বিষয়। দেশের ক্লান্তিলগ্নে দেশের মানুষের পাশে দাঁড়াতেন শহীদ জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙালির ভাই ভাই সুসম্পর্ক প্রতিষ্ঠাও করেছিলেন তিনি।তাই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়াই হবে এই অন্তবতী কালীন সরকারের প্রধান কাজ।