নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে মোটর সাইকেল চুরি করার পর বিকাশে টাকার আদায়ে ও মোটর সাইকেল পুকুরে ফেলে দেওয়া মামলার প্রধান আসামী গ্রেফতার করেছে পুলিশ!
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার এর কার্যালয় কনফারেন্স রুমে বান্দরবান মোটর সাইকেল চুরি আসামীকে গ্রেফতার পর এক সংবাদ সন্মেলন করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম!
এসময়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএমসহ বান্দরবান সদর থানার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজসহ বান্দরবান জেলা সকল সাংবাদিকবৃন্দ!
গত (২১ নভেম্বর) মোঃ সাইফুল আলম সাঈদ (৪২) সাং-মেম্বার পাড়া,০৮ নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, উপজেলা-বান্দরবান সদর থানা,জেলা-বান্দরবান এর বাসা হতে মেইন গেইটের তালা ভেঙ্গে তার মোটর সাইকেল চুরি হয়। অজ্ঞাতনামা চোরচক্র মোটর সাইকেল চুরি করে মোটরসাইকেল বান্দরবান সড়ক থানার পুকুরে ফেলে দেওয়া পর আসামী দেওয়ালে মোবাইল নম্বর লিখে রাখে দেয় মোটর সাইকেল জন্য কল দিতে মালিকের মোবাইলে ফোন করে মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে। এর পরিপ্রেক্ষিতে মোটর সাইকেল মালিক বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার ভিত্তিতে বান্দরবান পুলিশ ট্রিমসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ঘটনাটি প্রাথমিকভাবে সত্যতা প্রমানিত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত (২৭ নভেম্বর) বান্দরবান সদর, উপজেলাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোর ও প্রতারক চক্রের পলাতক আসামী চিংসামং প্রঃ রাহুল তঞ্চঙ্গ্য(,পিতা-সাথি মং,মাতা-উননেসা,সাং-গুইখেং ০৪নং ওয়ার্ড,নোয়াপতং,০৪ নং নোয়াপতং, ইউপি,উপজেলা/থানা-রোয়াংছড়ি,বান্দরবান কে গ্রেফতার করেছে পুলিশ!
বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞেসাবাদে নিজে চোর ও প্রতারক চক্রের সদস্য বিভিন্ন ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রতারনার কথা শিকার করেছে বলে সাংবাদিকদের কে জানান!
আটককৃতচোর ও প্রতারকের বিরুদ্ধে কঠিন আইনানুগ অভিযোগ চলমান রয়েছে!