বান্দরবানে সাধারণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার নিতরণ

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

মোঃ তুহিন হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে সাধারণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ (২৬ মার্চ) বুধবার সন্ধ্যার পরে বান্দরবান হোটেল রেস্টুরেন্ট সুইটমিট দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বান্দরবান বাজারে এই ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মাবুদ,প্রধান বক্তা ছিলেন জেলার সাবেক যুবদলের সভাপতি মশিউর রহমান মিটন,বিশেষ অতিথি ছিলেন জেলার শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আজম,বিশেষ অতিথি ছিলেন সাবের সহ-সভাপতি বান্দরবান হোটেল রেস্টুরেন্ট সুইটমিট দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন মো: শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মো: আজিজ,যুগ্মসাধারণ সম্পাদক মো: সাদেক।
জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো: ইয়াছিন।এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শ্রমিক।

এ বক্তারা বলেন,আমরা প্রতিবছরই সাধারণ শ্রমিকদের মাঝে এই ঈদ উপহার ও তাদের বিপদ-আপদে সর্বদা পাশে থাকব।

ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।