বান্দরবান অ্যাডভোকেট নুখ্যাই মং মার্মা “ল” চেম্বার উদ্ধোধন

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

বান্দরবানে অ্যাডভোকেট নুখ্যাই মং মার্মা ও অ্যাডভোকেট মহি উদ্দিন ‘ল’ চেম্বার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক


বান্দরবান জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নুখ্যাই মং মার্মাসহ জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন ব্যাক্তিগত’ ল ‘চেম্বার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ডিসেম্বর) রাত ৮টায় বান্দরবান মেইন টাউন পৌর শপিং কমপ্লেক্স(২য় তলায়) এ অ্যাডভোকেট নুখ্যাই মং মার্মাসহ জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন “ল” চেম্বার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ খলিলসহ জুনিয়র আইনজীবও শিক্ষানবিশ আইনজীবীগণ!

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সহকারিসহ অ্যাডভোকেট ক্লার্কগণ ও দৈনিক আইন বার্তা,চট্টগ্রাম নিউজ, সিটিজি টোয়েন্টিফোর নিউজ বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জুয়েল হোসাইন প্রমুখ!

আজ অ্যাডভোকেট নুখ্যাই মং মার্মা ব্যক্তিগত “ল” চেম্বার উদ্ধোধন অনুষ্ঠানে সর্ব প্রথমে ফিতার কেটে ও কেক কাটা দিয়ে উদ্ধোধন অনুষ্ঠানটি শুরু করা হয়!
এসময় তিনি সকলে কাছে দোয়া ও আশীর্বাদ চাই!