বান্দরবান রুমা উপজেলা সেনাবাহিনী পক্ষ থেকে ৬০জন হতদরিদ্র মাঝে ঈদ সামগ্রী বিতরণ বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫ উবাসিং মারমা,রুমা উপজেলা প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রুমা উপজেলা সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। রবিবার (৩০ মার্চ) দুপুর রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা সদরের বিভিন্ন ওয়ার্ডের গরিব ও অসহায় মাঝে এসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন, পিএসসি (৩৬)বীর এবং ক্যাপ্টেন কাজী মো: আরাফ হাসান উদয়, এডজুট্যান্ট। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছি। এসময় ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন। SHARES সারা বাংলা বিষয়: