নিজস্ব প্রতিবেদক
বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এর আয়োজনে চলছে উপজেলা ভিত্তিক ভলিবল টূর্ণামেন্ট ২০২৫ এর দ্বীতিয় পর্বের খেলা অনুষ্ঠিত হয়!
২৬ জানুয়ারি রবিবার সকালে রোয়াংছড়ি শিশুপার্ক মাঠে খেলার উদ্বোধন করেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ দ্বিতীয় পর্বের ভলিবল টুর্নামেন্টে খেলা উদ্ধোধন করেন!
প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুন ও যুব সমাজকে খেলাধুলায় নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ প্রদান করেন এবং যে কোন সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় রোয়াংছড়ি প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মার্মা, মংপু মাষ্টারসহ সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সিনিয়র সহ- সভাপতি রফিকুল আলম, ভলিবল রেফারী ও ডিএসএর নির্বাহী সদস্য মংচিং প্রু নজি, সহ- সভাপতি নিনি প্রূ, রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক উক্যসিং, নির্বাহী সদস্য মো. ইমতিয়াজ, প্রিয়তোষ দে প্রমুখ উপস্থিত ছিলেন।
রোয়াংছড়ি জোনে নিচ্ছে রোয়াংছড়ি, বান্দরবান সদর, রুমা উপজেলার ৫ টি দল।
আগামি ২৮ জানুয়ারী টৃুর্ণামেন্ট এর ফাইনাল ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।