নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার(১৩ মার্চ) দুপুর ১টার সময় ময়মনসিংহ জেলা মুক্তাগাছা বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ান অফিসে হারিয়ে যাওয়া মোবাইলসহ বিকাশে ভূলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধারকৃত নগদ ৩,৬৩,৭৪১/-টাকা ও ১৬টি হারানোর মোবাইল মালিকের নিকট হস্তান্তর করেন!
এদিকে ময়মনসিংহ জেলা মুক্তাগাছা ২এপিবিএন আর্মড পুলিশ ২এপিবিএন, রিয়ার কোয়াটারের ময়মনসিংহ মুক্তাগাছা কতৃক প্রায় ৩,৬৩,৭১৭/- টাকার সমমূল্যের বিভিন্ন কোম্পানির ১৬ টি হারানো মোবাইল ফোন ও অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট- ২০,১৬০/- উদ্ধার। Media cell 13.3.25 ২এপিবএন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, সাইবার ক্রাইম সেল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ও ম্যাসেঞ্জার গ্রুপ, ই-মেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মাধ্যমে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত মোবাইল হারানো সংক্রান্তে জিডি কপিসমূহ (যথাক্রমে ১। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার জিডি নং: ৭২৩ তারিখ: ১৭/০১/২০২৫, ২। রংপুর জেলার বদরগঞ্জ থানার জিডি নং: ২৪ তারিখ: ০১/০৯/২০২৪, ৩। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং: ৪৩২ তারিখ: ০৯/১০/২০২৪, ৪। কাফরুল থানা, ডিএমপি, ঢাকার জিডি নং: ১৫১৮ তারিখ: ২১/১১/২০২৩, ৫। ফতুল্লাহ থানা, নারায়নগঞ্জের জিডি নং: ১৬৬৮ তারিখ: ৩০/০৮/২০২৪, ৬। গাজীপুর টঙ্গি পূর্ব থানার জিডি নং: ১৪৮৬ তারিখ: ২৯/০৭/২০২৪, ৭। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিডি নং: ৯১৬ তারিখ: ১৪/১০/২০২৪, ৮। শাহবাগ থানা, ডিএমপি, ঢাকার জিডি নং: ১৫১৫ তারিখ: ২০/০১/২০২৫, ৯। সরিষাবাড়ী থানা, জামালপুরের জিডি নং: ১১০৬ তারিখ: ২২/০১/২০২৫, ১০। কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহের জিডি নং: ১৪৮৬ তারিখ: ১২/০২/২০২৪, ১১। কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহের জিডি নং: ২২৪০ তারিখ: ২১/১০/২০২৪, ১২। আশুলিয়া থানা, ঢাকার জিডি নং: ২৩০৯ তারিখ: ২২/১০/২০২৪, ১৩। রাজাপুর থানা, ঝালুকাঠির জিডি নং: ৪৩৯ তারিখ: ১৪/০৮/২০২৪, ১৪। সিরাজগঞ্জ সদর থানার জিডি নং: ১২৬০ তারিখ: ২০/১০/২০২৪, ১৫। কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকার জিডি নং: ২০৯৭ তারিখ: ২৮/০৮/২০২৪, ১৬। কাফরুল থানা, ডিএমপি, ঢাকার জিডি নং: ৪৩৫ তারিখ: ০৬/১১/২০২৩খ্রিঃ) সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা‘র এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুুক্তির সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল সর্বমোট (1| Redmi note4x , 2| samsung a51, 3| Redmi note12 pro, 4| Redmi note11 e, 5| galaxy m21, 6| vivo y29e, 7| note 9 pro, 8| oppo a54, 9| oppo a17, 10| Realmi Narzo 50, 11| Vivo Y20g, 12| Realmi Note50, 13| Oppo A17, 14| Oppo A77, 15| Realmi Note 12, 16| Oppo Reno6) আনুমানিক ৩,৬৩,৭৪১/- (তিন লক্ষ তেষট্টি হাজার সাতশত একচল্লিশ) টাকা সমমূল্যের ১৬ (ষোল) টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন!
নগদ ও বিকাশ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া সংক্রান্তে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত জিডি কপিসমূহ (যথাক্রমে ১। কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহের জিডি নং-২২২, তারিখ-২৯/০১/২৫, ২। মীরসরাই থানা, চট্টগ্রামের জিডি নং-৯৪৭, তারিখ-২১/১২/২৪খ্রিঃ) সংগ্রহ পূর্বক ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, সাইবার ক্রাইম সেল কর্তৃক এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা‘র এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় অনলাইন আর্থিক প্রতারণার ০২ টি বিকাশ একাউন্টের সর্বমোট=(১০,০০০+১০,১৬০)=২০,১৬০/- (বিশ হাজার একশত ষাট) টাকা উদ্ধার করে।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের উপস্থিতিতে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জিডি নং-৩৯, তারিখ- ১৩/০৩/২০২৫ খ্রিঃ মূলে উদ্ধারকৃত বিভিন্ন কোম্পানির ১৬ (ষোল) টি হারানো মোবাইল ফোন এবং অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট= ২০,১৬০/- (বিশ হাজার একশত ষাট) টাকা প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম শাখা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে বিকিউএম), এসআই (নিরস্ত্র) অপারেশন ও ইন্টেলিজেন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিরস্ত্র)সহ প্রমুখগণ উপস্থিত ছিলেন।
সূত্রে যানা যায় যে,ময়মনসিংহ জেলা মক্তাগাছা বিভিন্ন এলাকায় হতে মোবাইলসহ ভুলক্রমে টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়।