মামুনুলসহ ১৭ জনকে আসামি করে মামলা বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২১ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। এ সম্পর্কে পল্টন থানার ডিউটি অফিসার এস আই রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে ২৬ মার্চের ঘটনায় একটি মামলা হয়েছে। রাত ১০টার দিকে আরিফুজ্জামান নামে একজন এই মামলা দায়ের করেন।’ SHARES রাজনীতি বিষয়: