রোয়াংছড়ি হাই স্কুল মাঠে সেনা উদ্যোগে ভলিবল টুর্নামেন্টে খেলা চাম্পিয়ন হলেন আলীকদম উপজেলা শক্তিশালী দল

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ভলিবল টুর্নামেন্টে খেলা চাম্পিয়ান হলেন আলীকদম উপজেলা শক্তিশালী দল!

১(ফ্রেব্রুয়ারী)শনিবার বিকেল ৩টায় সময় সেনা উদ্যোগে রোয়াংছড়ি উপজেলা হাই স্কুল মাঠে উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্টে পুরুষ ও মহিলা উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়!

যেখানে দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা লক্ষ্য করা যায়। পুরুষ দলের ফাইনালে মুখোমুখি হয়
আলীকদম উপজেলা বনাম বান্দরবান সদর উপজেলা, লাইমি পাড়া ভলিবল খেলা দলে সাথে যেখানে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আলীকদম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মহিলা দলের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ পুলিশ মহিলা দল বনাম বান্দরবান টিম ওয়ান। শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ মহিলা দল শিরোপা জয় করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দারবন সেনা জোন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—”খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম। এটি যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে। ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শৃঙ্খলা, ধৈর্য ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষাও দেয়। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দরবানের মতো পাহাড়ি অঞ্চলে ক্রীড়ার বিকাশ ঘটাতে সেনাবাহিনী সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের খুঁজে পাব, যারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশকে গৌরবান্বিত করবে। আজকের ম্যাচগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ ছিল। আমি বিজয়ী ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও ভালো খেলার প্রত্যাশা করি।”। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, আয়োজক এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রোয়াংছড়ি, রোয়াংছড়ি সেনা ক্যাম্প সাব কমান্ডার মেজর এম এম ইয়াসিন, মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), রোয়াংছড়ি কার্যালয়, সভাপতিত্ব করেন মাজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।

আজকের উনুষ্ঠানে ব্যক্তিগত পারফরম্যান্স পুরস্কার বিতরণ করেন :
ম্যান অব দ্য ম্যাচ (পুরুষ বিভাগ)ম্যান অব দ্য
টুর্নামেন্ট ম্যাচ (পুরুষ বিভাগ):উওম্যান অব দ্য ম্যাচ (মহিলা বিভাগ):উওম্যান অব দ্য টুর্নামেন্ট(মহিলা বিভাগ)!

এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকিরসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া উপজেলা ও বান্দরবান জেলা সকল সাংবাদিকবৃন্দ!

এই টুর্নামেন্টটি রিজিয়ন সদর দপ্তর, বান্দরবান এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় এবং বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা ও বান্দরবান জেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়।