বান্দরবানে ইসকন নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

মো:তুহিন হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি।
এ পি পি এডভোকেট সাইফুল ইসলাম আরিফকে কুপিয়ে হত্যা,মসজিদ ও মসজিদের খাদেমের উপর হামলা,রাষ্ট্রদ্রোহী চিন্ময় দাস এর বিচার,আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা সহ ভারতে মুসলিম হত্যা এবং ইসলাম ও বাংলাদেশ বিরোধী ভারতীয় চক্রান্ত বন্ধ করার দাবিতে বান্দরবানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ (২৯ নভেম্বর) জুমার নামাজের পরে বান্দরবানের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ট্রাফিক মোড় শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় বক্তারা বলেন,রাষ্ট্রের কাছে দাবি জানাই এডভোকেট সাইফুল ইসলাম আরিফের অতিদ্রুত হত্যার বিচার করতে হবে এবং এই উগ্রবাদী ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।অন্যথায় আমরা বান্দরবান থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কঠোর অবস্থানে যাবো।

আরো বলেন,এডভোকেট সাইফুল ইসলাম আরিফকে হত্যার ঘটনার পর ইসকনের মত এমন উগ্রবাদী, হিন্দুত্ববাদী সংগঠন যেন বাংলাদেশে আর মাথাচাড়া দিতে না পারে এজন্য সরকারের কাছে দৃষ্টি আহ্বান করছি। 
পরে মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।