বান্দরবানে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ২এপিবিএন কর্তৃক হারিয়ে যাওয়া মোবাইলসহ টাকা উদ্ধারকৃত ফেরত দিলেন মালিকদেরকে বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ নিজস্ব প্রতিবেদক আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১টার সময়< ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয় চত্বরে হারিয়ে যাওয়া মোবাইলসহ বিকাশে ভূলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধারকৃত নগদ টাকা ১৪,৬৮,২৭৯/- টাকা ও ৫৭টি হরানোর মোবাইল মালিকের নিকট হস্তান্তর করেন! এদিকে বান্দরবানে ২এপিবিএন আর্মড পুলিশ ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক প্রায় ১৪,৬৮,২৭৯ /- (চৌদ্দ লক্ষ আটষট্টি হাজার দুইশত ঊনআশি) টাকা সমমূল্যের ৫৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট ১,৪৬,৪৯৫/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঁচানব্বই) টাকা উদ্ধার। বিবরণঃ- ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশের বিভিন্ন থানা হইতে মোবাইল হারানো সংক্রান্তে জিডির কপি সমূহ সংগ্রহ পূর্বক যথাক্রমে ১। সাতকানিয়া থানার জিডি নং-৩৩৮, তাং-০৮/০৬/২৪খ্রিঃ ২। বান্দরবান সদর থানার জিডি নং-১১১৬, তাং-২৫/১০/২৪খ্রিঃ ৩। খুলশী থানার জিডি নং-৮৯৮, তাং-২১/০৮/২৪খ্রিঃ ৪। চন্দনাইশ থানার জিডি নং-১১৭, তাং-০৩/১০/২৪খ্রিঃ ৫। টঙ্গি পশ্চিম থানার জিডি নং-১৬৬, তাং-০৩/০৬/২৪খ্রিঃ ৬। বায়েজিদ বোস্তামি থানার জিডি নং-১৬২১, তাং-২২/০২/২৫খ্রিঃ ৭। চান্দগাঁও জিডি নং-৮২৩, তাং-১২/১২/২৩খ্রিঃ ৮।কোতয়ালী মডেল থানার জিডি নং-৩০১৪, তাং-২৮/১০/২৪খ্রিঃ ৯। ধোবাউড়া থানার জিডি নং-৬৬৮, তাং-২১/০৬/২৪খ্রিঃ ১০। কোতয়ালী মডেল থানার জিডি নং-১৪২৪, তাং-১৪/১২/২৪খ্রিঃ ১১। ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) থানার জিডি নং-৭৯৯, তাং-২২/০৪/২৪খ্রিঃ ১২। বিয়ানীবাজার থানার জিডি নং-৩৩৭, তাং-০৭/০৯/২৩খ্রিঃ ১৩। খালিশপুর থানার জিডি নং-৯৩৬, তাং-০২/০৬/২১খ্রিঃ ১৪। সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-২৫৯, তাং-০৩/১০/২৩খ্রিঃ ১৫। ভাটারা থানার জিডি নং-২৩৬৫, তাং-২৪/০৩/২৪খ্রিঃ ১৬। রাঙ্গুনিয়া থানার জিডি নং-৯২৪, তাং-২০/০২/২৫খ্রিঃ ১৭। উখিয়া থানার জিডি নং-৫০৫, তাং-১১/০৪/২৩খ্রিঃ ১৮। মীরসরাই থানার জিডি নং-১০৪৩, তাং-২৩/১০/২৪খ্রিঃ ১৯। দেবীদ্বার থানার জিডি নং-৬৮৪, তাং-১৬/০৯/২৪খ্রিঃ ২০। রমনা থানার জিডি নং-৭৯১, তাং-১৪/০৪/২৪খ্রিঃ ২১। হাটহাজারী থানার জিডি নং-৯৭১, তাং-১৩/০১/২৫খ্রিঃ ২২। কোতয়ালী থানা সিএমপি, চট্টগ্রাম এর জিডি নং-৫৫৬, তাং-২১/০৮/২৪খ্রিঃ ২৩। কোতয়ালী থানা সিএমপি, চট্টগ্রাম এর জিডি নং-২৩৩১, তাং-২৫/০৭/২৪খ্রিঃ ২৪। কোতয়ালী থানা সিএমপি, চট্টগ্রাম এর জিডি নং-১১৪৭, তাং-১৩/১১/২৪খ্রিঃ ২৫। লালবাগ থানার জিডি নং-১৭৯,তাং-০৪/০১/২৫খ্রিঃ ২৬। চকবাজার থানা সিএমপি, চট্টগ্রাম এর জিডি নং-৫৬৮, তাং-১০/১২/২৩খ্রিঃ ২৭। বোয়ালখালী থানার জিডি নং-৮৫০, তাং-১৯/১২/২৪খ্রিঃ ২৮। স›দ্বীপ থানার জিডি নং-১০৩৬, তাং-২৮/১১/২৪খ্রিঃ ২৯। গুলশান থানার জিডি নং-০৭, তাং-৩১/০৫/২৪খ্রিঃ ৩০। লালমাই থানার জিডি নং-৫৩০, তাং-১৪/০৯/২৪খ্রিঃ ৩১। উখিয়া থানার জিডি নং-২৯৮, তাং-০৭/০৬/২৩খ্রিঃ ৩২। ভাটারা থানার জিডি নং-১৫৬৯, তাং-১৮/০৭/২৩খ্রিঃ ৩৩। বন্দর থানার জিডি নং-২৯,তাং-০১/০২/২২খ্রিঃ ৩৪। তেজগাঁও থানার জিডি নং-১১০১, তাং-১৮/১১/২৪খ্রিঃ ৩৫। উত্তরখান থানার জিডি নং-১৭২, তাং-০৪/১০/২৫খ্রিঃ ৩৬। মুগদা থানার জিডি নং-৪৮০, তাং-১৫/০৪/২৪খ্রিঃ ৩৭। উখিয়া থানার জিডি নং-১৪৪৬, তাং-২৯/০৯/২৪খ্রিঃ ৩৮। সদরঘাট থানার জিডি নং-১১৭৮, তাং-২৫/১০/২৪খ্রিঃ ৩৯। চৌদ্দগ্রাম থানার জিডি নং-৭০, তাং-০২/০১/২৫খ্রিঃ ৪০। চৌদ্দগ্রাম থানার জিডি নং-৭১, তাং-০২/০১/২৫খ্রিঃ ৪১। চৌদ্দগ্রাম থানার জিডি নং-১৪৫১, তাং-২৯/১২/২৪খ্রিঃ ৪২। আশুলিয়া থানার জিডি নং-১৭৩, তাং-০২/০১/২৩খ্রিঃ ৪৩। বান্দরবান সদর থানার জিডি নং-৮০৫, তাং-১৮/০১/২৫খ্রিঃ ৪৪। সখিপুর থানার জিডি নং-৪৭৭, তাং-০৪/১১/২৪খ্রিঃ ৪৫। বনানী থানার জিডি নং-৭৩৭, তাং-১১/০৩/২৪খ্রিঃ ৪৬। গজারিয়া থানার জিডি নং-৪১৬, তাং-১০/০৫/২৪খ্রিঃ ৪৭। আশুলিয়া থানার জিডি নং-১৩৮১, তাং-১০/১১/২৩খ্রিঃ ৪৮। মিরপুর মডেল থানার জিডি নং-২২১৯, তাং-২৩/০১/২৫খ্রিঃ ৪৯। কোতয়ালী থানা সিএমপি, চট্টগ্রাম এর জিডি নং-৮৬৮, তাং-০৮/০২/২৪খ্রিঃ ৫০। হাটহাজারী থানার জিডি নং-৮৭৪, তাং-১২/০১/২৫খ্রিঃ ৫১। সীতকুন্ড থানার জিডি নং-১০৪১, তাং-২১/০৪/২৪খ্রিঃ ৫২। লোহাগাড়া থানার জিডি নং-১৫২৪, তাং-৩০/০৯/২৪খ্রিঃ ৫৩। সুধারাম মডেল থানার জিডি নং-২৬, তাং-০১/১১/২৪খ্রিঃ ৫৪। চকরিয়া থানার জিডি নং-৮২৫, তাং-২৭/০৮/২৪খ্রিঃ ৫৫। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার জিডি নং-১৪৪২, তাং-২০/০৯/২৪খ্রিঃ ৫৬। জৈয়ন্তিয়াপুর থানার জিডি নং-৪৬৬, তাং-১১/১২/২৩খ্রিঃ ৫৭। সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-৮৩১, তাং-১৩/১১/২৪খ্রিঃ কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক (Vivo V29e, Samsung Galaxy A04, iphone 12 pro max, Redmi note 11 pro, Realme C 53, Vivo Y17s, Redmi 10 Prime, Samsung Galaxy A04s, Oppo A78, Samsung Galaxy F23, Samsung Galaxy A05s, Samsung A13, Oppo Reno 5, Huawei P30 Lite, samsungS20 Ultra, Samsung Galaxy A12, Vivo Y12A, Oppo A5s, Infinix Hot 40i, Realme C21, Samsung galaxy S8, Samsung galaxy A22, Redmi note 13, Xiaomi Poco M2, Oppo A57, Oppo A31, Huawei Y9a, Redmi A3, Realme C55, Oppo A54, Realme 9, Infinix Hot 10T, Realme C21, Infinix Hot 30, Vivo Y17s, Redmi note 12, Xiaomi Redmi A3, Samsung galaxy M21, Samsung galaxy A10s, Infinix Hot 10 play, Infinix Hot 33i, Redmi note 9, Itel A50c, Realme 9i, Vivo Y21, Samsung galaxy A11, Oppo A54, Samsung galaxy S24, Redmi note 12, Oppo A18, I phone 8, Samsung galaxy A24, Tecno spark 20C, Oppo A18, Vivo iQOO 9 SE, Redmi 10A, Motorola Moto G85) সর্বমোট ৫৭ টি মোবাইল ফোন উদ্ধার এবং বিকাশ ও নগদে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার সংক্রান্তে ১। বান্দরবান সদর থানার জিডি নং-১৫৮, তাং-০৪/০৩/২৫খ্রিঃ ২। সুধারাম মডেল থানার জিডি নং-১৬৬৬, তাং-২৩/১২/২৪খ্রিঃ ৩। লোহাগাড়া থানার জিডি নং-১৩৪, তাং-০৩/১২/২৪খ্রিঃ ৪। চৌদ্দগ্রাম থানার জিডি নং-১১৩১, তাং-২৬/১০/২৪খ্রিঃ ৫। রাঙ্গুনিয়া থানার জিডি নং-১০৬৬, তাং-২৫/১১/২৪খ্রিঃ মূলে ভিকটিমদের বিকাশ/নগদ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বর সমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ১৯,৯৯৫/- টাকা, ৫৬,১০০/- টাকা, ২৫,০০০/- টাকা, ২৫,০০০/- টাকা, ২০,৪০০/- টাকা উদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের নিকট হতে অদ্য ইং ১০/০৩/২০২৫ তারিখে বিভিন্ন ব্র্যান্ডের ৫৭ টি মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণায় চলে যাওয়া ১,৪৬,৪৯৫/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঁচানব্বই) টাকা আসৃকা প্রকৃত মালিকগণ গ্রহণ করেন। পরবর্তীতে কাপ আন্তঃ ব্যাটালিয়ন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ, অপারেশন শাখার ইনচার্জ, ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ, সাইবার এনালাইসিস শাখার ইনচার্জ এবং স্পেশাল মোবাইল উদ্ধার টিম এর ইনচার্জসহ অন্যান্য সদস্য বৃন্দ। সূত্রে যানা যায় যে,বান্দরবান সদরসহ বিভিন্ন এলাকায় হতে মোবাইলসহ ভুলক্রমে টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। SHARES বিশেষ প্রতিবেদন বিষয়: